আবেদনকারীদের যাদের আবেদনে সমস্যা আছে তা দ্রুততার সহিত সমাধান করার জন্য উপপরিচালক, বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড, বিভাগীয় কার্যালয়, খুলনা বরাবর প্রয়োজনীয় কাগজপত্র ও ডায়েরী নম্বর সংযুক্তিসহ সাদাকাগজে আবেদন করে ডাকযোগে/পিয়নবুক/সরাসরি অফিসে জমা দিয়ে সমস্যা সমাধান করার জন্য অনুরোধ করা হলো।
পুনবিবেচনার জন্য প্রাপ্ত আবেদনসমূহ হলো: 1337, 304, 475, 479, 504, 533=06 Persons (06/04/2021)