Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Previously implemented innovative concepts, simplified and digitized service database

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড

বিভাগীয় কার্যালয়, খুলনা

www.bkkb.khulnadiv.gov.bd


বার্ষিক কর্মসম্পাদন চুক্তি 2023-2024 এ অন্তর্ভুক্ত ই-গভর্ন্যান্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনার কার্যক্রম নম্বর 2.1 অনুযায়ী

ইতঃপূর্বে বাস্তবায়িত, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবাসমূহের ডাটাবেজ এবং সেবাসমূহ অব্যাহত রাখার তালিকা

ক্রম

ইতঃপূর্বে বাস্তবায়িত উদ্ভাবনী ধারণা, সহজিকৃত ও ডিজিটাইজকৃত সেবা/আইডিয়ার নাম (তারিখসহ)

সেবা/আইডিয়ার সংক্ষিপ্ত বিবরণ

সেবা/আইডিয়াটি কার্যকর আছে কি-না/ না থাকলে কারণ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে কি-না

সেবার লিংক

মন্তব্য



০১


বোর্ডের সেবাকে অবহিতকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে বিভিন্ন অফিসের সহজে দৃষ্টিগোচর জায়গায় সেবা সম্পর্কিত ব্যানার একটি স্ট্যান্ডে স্থাপন

সরকারি সকল পর্যায়ের দপ্তরের কর্মচারীদের অধিক  অবহিতকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন অফিসের সহজে দৃষ্টিগোচর একটি জায়গায় সেবা সম্পর্কিত ব্যানার একটি স্ট্যান্ডে স্থাপন করে সেবা সম্পর্কে অবহিতকরণ করা যাবে।

আইডিয়া কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে


প্রযোজ্য নয়

ব্যানার স্ট্যান্ডের ছবি সংযুক্ত



০২

বোর্ডের সেবাকে অবহিতকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে অবহিতকরণ সভা আয়োজন ও মতামত গ্রহণ

সরকারি সকল পর্যায়ের দপ্তরের কর্মচারীদের অধিক  অবহিতকরণের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে অবহিতকরণ ও মতবিনিময় সভা করা হয়। সভায় লিফলেট বিতরণ করা হয় এবং মতামত ও প্রস্তাব গ্রহণের জন্য ফরম বিতরণ করা হয়।

আইডিয়া কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে


প্রযোজ্য নয়

লিফলেট ও প্রস্তাব গহ্রণ ফরম সংযুক্ত




০৩

কর্মচারীদের অফিসে যাতায়াতের জন্য পরিবহণ সুবিধা ই-টিকেটিং, তারিখঃ ১০/০৫/২০২৩

স্টাফ বাস সেবার আবেদন অনলাইনে লিংকের মাধ্যমে দাখিল করতে হয়। আবেদন দাখিলের পর আবেদনকারীর মোবাইল ফোনে ক্ষুদেবার্তার মাধ্যমে আবেদনের ডায়রি নম্বর ও তারিখ জানানো হয়। আবেদন অনুমোদনের পর ভাড়া পরিশোধের অপশন পাওয়া যাবে এবং নগদ অ্যাপের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে হয়। প্রতিটি পর্যায়ে ক্ষুদেবার্তার মাধ্যমে অবহিত করা হয়;

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

অনলাইন সফটওয়্যার লিংক:

http://eservice.bkkb.gov.bd/eticketing/


 

০৪

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের জন্য অনলাইন আবেদন ফরম

তারিখঃ ১৮/১২/২২

ভিআইপি লাউঞ্জ ব্যবহারের প্রধিকারপ্রাপ্ত পিআরএল ভোগরত কর্মকর্তাবৃন্দ কেবল এ সেবার আওতাভূক্ত হবেন।

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

Google ফরম লিংক:

https://forms.gle/PR1N2iP4AzhKAEtKA


 

০৫

সার্কিট হাউজের কক্ষ ব্যবহারের জন্য আবেদন ফরম,তারিখঃ ১৮/১২/২২

সার্কিট হাউজ/ রেস্ট হাউজ ব্যবহারের প্রধিকারপ্রাপ্ত পিআরএল ভোগরত/ অবসরপ্রাপ্ত কর্মকর্তাবৃন্দ কেবল এ সেবার আওতাভুক্ত হবেন।

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

Google ফরম লিংক:

https://forms.gle/P1zMS12HbRWFtfWz6


 

০৬

সাধারণ চিকিৎসা অনুদানের ফরম সহজিকরণ তারিখঃ ১৩/১১/২২

পিআরএল ভোগরত/ অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারীবৃন্দকে অফিস প্রধানের নিকট থেকে ফরওয়ার্ডিং এর প্রয়োজন নেই শুধুমাত্র পিআরএল/অবসর এর অফিস আদেশ প্রমানক হিসেবে সংযুক্ত করতে হবে

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

ফরম লিংক: https://bkkb.gov.bd/site/forms/a08e186e-c393-4c14-8fed-f0d0345540d6/-


 


০৭

কল্যাণ, যৌথবীমা ও দাফন/ অন্ত্যেষ্টিক্রিয়ার অনলাইন ব্যবস্থাপনা চালু

তারিখঃ ০১/১১/২০২০

কোন কর্মচারী কর্মরত/অবসরপ্রাপ্ত অবস্থায় মৃত্যুবরণ করলে তাঁর পরিবার বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে কল্যাণ অনুদান, যৌথবীমার এককালীন অনুদান ও দাফন অনুদান (কর্মরত ও অবসরপ্রাপ্ত অবস্থায় মৃত্যুজনিত) পেয়ে থাকেন। বর্ণিত ৪টি সেবাকে একীভুত করে ১টি ফরমে একই কাগজপত্র দিয়ে আবেদন গ্রহণ এবং একসাথে অনুমোদন প্রদানের অনলাইন ব্যবস্থাপনা চালু করা হয়।

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

অনলাইন সফটওয়্যার লিংক:

http://sss.bkkb.gov.bd/


 


০৮

১৩-২০ গ্রেডের কর্মরত সরকারি ও বোর্ডের তালিকাভুক্ত স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি,তারিখঃ২০১৭-২০১৮ অর্থবছর

সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার মৃত, অক্ষম ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারির সন্তানদের সু-শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলার জন্য বোর্ডের কল্যাণ তহবিল থেকে অনধিক দু’সন্তানকে নবম শ্রেণি থেকে সর্বোচ্চ পর্যায়ে (মাষ্টার্স/ইঞ্জিনিয়ারিং/মেডিকেলে) অধ্যয়নের জন্য বছরে একবার নির্দিষ্ট হারে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

অনলাইন সফটওয়্যার লিংক:

http://eservice.bkkb.gov.bd/


 


০৯

সরকারি ও বোর্ডের এখতিয়ারভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থার কর্মচারী এবং কর্মচারীর পরিবারের সদস্যগণের জন্য সাধারণ চিকিৎসা অনুদান, তারিখঃ ২০১৫

সরকারি ও তালিকাভুক্ত স্বায়ত্বশাসিত সংস্থায় কর্মরত, অক্ষম, অবসরপ্রাপ্ত, মৃত কর্মকর্তা কর্মচারির নিজ ও পরিবারের সদস্যদের জন্য প্রতি বছরে একবার চিকিৎসা সাহায্য হিসেবে ৪ মাসের মূল বেতনের সমপরিমাণ সর্বোচ্চ টাঃ ৪০,০০০/- প্রদানের বিধান আছে। কর্মকর্তা কর্মচারী নিজে আমৃত্যু এবং পরিবারের সদস্যগণ কর্মকর্তা কর্মচারীর বয়স ৭৫ বছর পর্যন্ত এ অনুদান প্রাপ্য হবেন।

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

কাস্টমাইজ সফটওয়্যার লিংক:

http://192.168.0.125/bkkbapp/


 



১০

কর্মরত সরকারি কর্মচারীর জটিল ও ব্যয়বহুল রোগে দেশে ও বিদেশে চিকিৎসার জন্য অনুদান, তারিখঃ ২০১২

কর্মরত সরকারি কর্মকর্তা, কর্মচারির নিজের দেশে/বিদেশে জটিল ও ব্যয়বহুল রোগের চিকিৎসায় চাকরি জীবনে এক বা একাধিকবারে সর্বোচ্চ ২ (দুই) লাখ টাকা অনুদান প্রদান করা হয়। হার্ট ষ্ট্রোক, ব্রেইন ষ্ট্রোক, বাইপাস সার্জারী, হার্টে রিং পড়ানো, ক্যান্সার, কিডনী ডায়ালাইসিস, কিডনী ট্রান্সফার, মারাত্মক দূর্ঘটনাজনিত কারনে অঙ্গহানি ইত্যাদি রোগ এ সাহায্যের আওতায় পড়ে। এ সেবাটি বোর্ডের প্রধান কার্যালয় থেকে পরিচালনা করা হয়। উল্লেখ্য যে, পরিবারের সদস্য যেমন ছেলে, মেয়ে, স্ত্রী এবং নির্ভরশীলদের জটিল ও ব্যয়বহুল রোগের ক্যাটাগরীতে কোন আর্থিক সাহায্য প্রদান করা হয় না।

সেবাটি কার্যকর

হ্যাঁ

সেবা গ্রহীতাগণ প্রত্যাশিত ফলাফল পাচ্ছে

কাস্টমাইজ সফটওয়্যার লিংক:

http://192.168.0.125/bkkbapp/